স্পোর্টস ডেস্ক:ইনিংসের শুরুর পর শেষটাও টেনেছেন তাসকিন আহমেদ। ইনসুইং, বাউন্সার আর গতিতে ভুগিয়েছেন ঢাকা ক্যাপিটালসকে। দুর্বার রাজশাহীর পেসার গড়েছেন ইতিহাস। জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা বোলার হওয়ারও কীর্তি গড়েছেন তাসকিন। অবশ্য এত সব পাওয়ার দিনেও আক্ষেপ থাকতে পারে তার! সেই আক্ষেপের পেছনে আছেন মোস্তাফিজুর রহমান!

মোস্তাফিজের দোষ নেই, তাসকিনেরও নেই। আছে শুধু আক্ষেপ। ইনিংসের শেষ বলটি থেকে একটি রান নিয়েছিলেন ফিজ। তাসকিন ওই ওভার তিনটি উইকেট নিয়েছিলেন। কিন্তু শেষ বলে বাগড়া দেন ফিজ। তাসকিনের করা ওভারের শেষ বলটি আলতো করে ঠেলে নেন এক রান। ওই বলে যদি ফিজকেও তাসকিন পরাস্ত করতে পারত, তবে এত হিসেব নিকেশের দরকার হতো না। টি-টোয়েন্টিতে কোনো এক ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এককভাবে থাকতেন তাসকিন।

তাসকিনের সেই আক্ষেপ থাকুক বা না থাকুক, ঢাকাকে ভালোই চেপে ধরেছিল রাজশাহী। তবে বাকিদের ব্যর্থতায় ১৭৫ রানের লক্ষ্য পেয়েছে ঢাকা। এমন দিনে তাসকিন গড়েছেন বিপিএলের সেরা বোলারের রেকর্ড। তার আগে ১১ বিপিএলের ইতিহাসে কেউ এত দুর্দান্ত স্পেল করতে পারেননি। তাসকিন পেছনে ফেলেছেন পাকিস্তারেন মোহাম্মদ আমিরকে (১৭ রানে ৬ উইকেট)। তবে বিশ্বের সেরা হতে পারেননি। তাই হয়ত আক্ষেপ থাকতে পারে তাসকিনের, ‘ইশ, মোস্তাফিজকে আউট করতে পারলেই হত!’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *