ডায়াল সিলেট ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম ও আখতার হোসেনের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)।শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ দলের ১৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

 

মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সারা দেশ থেকে নেতাকর্মীরা যোগ দেন। বিভিন্ন জেলা থেকে বাসযোগে ঢাকায় আসেন দলটির নেতাকর্মীরা। তার মধ্যে পিরোজপুর জেলা থেকে আসা নেতকার্মীরা সরকারিভাবে বাস রিকুইজিশনের মাধ্যমে ঢাকায় আসেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে অভিযোগ তোলেন।

 

এনসিপি আত্মপ্রকাশ অনুষ্ঠানে সরকারিভাবে বাস আসার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

 

শফিকুল আলম বলেন, এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে লোক আনতে সরকারিভাবে বাস রিকুইজিশনের ঘটনাকে কেন্দ্র করে যেটি ঘটেছে তা অতিরঞ্জিত। পিরোজপুর থেকে বাসযোগে সমাবেশে যোগ দেওয়ার ঘটনায় সরকারের কোনো ভূমিকা নেই।

 

পিরোজপুরের ডিসির বরাত দিয়ে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি কয়েকটি বাস রিকুইজিশনের জন্য ডিসিকে চিঠি দেয়। সেখানে জুলাই বিপ্লবে আহত ও নিহত হয়েছেন এমন দুটি পরিবারকে আনতে সহযোগিতা চাওয়া হয়। তারা পাঁচটি বাস দিয়ে সহযোগিতা করতে অনুরোধ করেছিল। সেই কারণে হয়তো হেল্প করেছেন ডিসি। এ ব্যাপারে ডিসি অফিস থেকে কোনো জ্বালানি তেল বা অন্যান্য কোনো খরচ দেওয়া হয়নি। তবে মিডিয়ায় যেসব খরচ আসছে তার বেশিরভাগই অতিরঞ্জিত।

 

প্রেস সচিব বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর। এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। সব রাজনৈতিক দলের কাছে আমরা সমান।

 

এবারের রোজায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত রোজার তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে দাবি করে তিনি বলেন, সরকার সারা রোজার মাস দাম সহনীয় রাখার সবোর্চ্চ চেষ্টা করবে।

 

শফিকুল আলম বলেন, বিভিন্ন পণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে। সাপ্লাই পরিস্থিতি সামনে আরও ভালো হবে। দাম সহনীয় থাকবে বলে আশা করি।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *