ডায়ালসিলেট ডেস্ক :

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিশ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য ও বাংলাদেশি নৌকা জব্দ করা হয়েছে।

সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলাবর সকাল ৭ পর্যন্ত অভিযানে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, ডুলুরা বিওপি কর্তৃক ভারতীয় ১ হাজার ৯০ কেজি চিনি, ৭৮ কেজি জিরা, ৮৪০প্যাকেট বিড়ি জব্দ করে। যার মূল্য ১৭ লাখ ৪২ হাজার ৯০০টাকা। এসময় বাংলাদেশী স্টিলবডি নৌকা ১টি জব্দ করা হয়।

একইদিন চাঁনপুর, মাছিমপুর ও চাঁরাগাঁও বিওপি কর্তৃক ১ হাজার ৭৪ কেজি ভারতীয় ফুসকা, ২২ কেজি চিনি ও ২ হাজার কেজি কয়লা জব্দ করা হয়। যার মূল্য ২ লাখ ৯৪ হাজার ৯৪০ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লে.কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় পণ্য শুল্ক কার্যালয়ে জমা করার প্রক্রিয়া চলছে।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *