ডায়ালসিলেট::

দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে নগরীর টিলাগড় পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১২টার দিকে শাহপরাণ (র.) ব্লক সিলেট’র ব্যানারে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে আওয়ামী লীগের শফিক চৌধুরী ও আজাদ অনুসারী নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধন কর্মসূচি পালনকালে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ঘৃণ্য এই ঘটনা হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর পূণ্যভূমিকে কলঙ্কিত করেছে। অল্পসংখ্যক বিপথগামী ও সন্ত্রাসীদের দ্বারা সৃষ্ট ঘটনার কারণে টিলাগড় তথা সিলেটের ঐতিহ্য মলিন হতে দেয়া যাবে না।

বক্তারা এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার সকল আসামিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ এবং এই ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন জকিগঞ্জ উপজেলা পরিষদরে চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লোকমান উদ্দিন আহমদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা এটিএম বদরুল ইসলাম, সিসিক কাউন্সিলর নাজনীন আকতার কনা, যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, কালাম আহমদ, এ এস মুন্না, কবিরুল ইসলাম কবির, আজির উদ্দিন, তুহিন আহমদ, রশিদুল ইসলাম রাশেদ, শাহ জুনেদ আহমদ, তাজুল ইসলাম লস্কর, শাহীনুর রহমান শাহিন, ইন্জিনিয়ার আলী আশরাফ মামুন, লিটন চৌধুরী, ফারুক আহমদ, মোহাম্মদ ফয়জুল্লাহ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মশাহিদ আলী, জয়নুল আবেদীন জয়, আব্দুল বাতিন, ফাহিম আহমদ রুকন, মারুফ আহমদ, তানভির হাসান, ফয়সল আহমদ, ফাহিম আহমদ, আলম, দুলাল আহমদ, আবুল হাসান, পিন্টু, শাকিল আহমদ, সামি, আবির, সরফ উদ্দিন সৌরভ, জুবের, রাকিব, মাহবুব, আব্দুল্লাহ, সৈয়দ মস্তফা আহমদ, আহমেদ রিয়াজ, সামাদ, এম ডি জাহিদ প্রমুখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *