ডায়াল সিলেট ডেস্ক :: ভারতের পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে ভয়াবহ হামলা ও ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার ঘটনায় সে দেশে শোকের ছায়া নেমে এসেছে, বাদ যায়নি বলি পাড়াও। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করতে দেখা গেছে তারকাদের।

 

অনুপম খের, অক্ষয় কুমার, সোনু সুদের পর এবার শাহরুখ, সালমান খান পোস্ট করেছেন। ‘অমানবিক’ ঘটনা বলে উল্লেখ করে প্রিয়জন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে থাকতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারা।

 

বাদ যাননি কাপুর পরিবারের বউ আলিয়া ভাটও। ইনস্টাগ্রামে একটি হৃদয়বিদারক স্ট্যাটাস দিয়েছেন আলিয়া। জানিয়েছেন, পেহেলগামের খবরটি বেদনাদায়ক, ঝরে গেল নিরীহ প্রাণ। পর্যটক, পরিবার, মানুষ- যারা শুধু সৌন্দর্যের খোঁজে, শান্তির খোঁজে সেখানে গিয়েছিলেন, সেখানে এখন শুধুই দুঃখ আর অসহনীয় যন্ত্রণা। যখনই এ ধরনের ঘটনা ঘটে, তখনই তা আমাদের অভিন্ন মানবতাকে ছিন্নভিন্ন করে দেয়।

 

সেই পোস্টের শেষে নিহতদের আত্মার শান্তি কামনা করেন আলিয়া ভাট, প্রার্থনা করেন যারা ওই ঘটনার পরেও এখনও জীবিত আছেন, তারা যেন কোনওভাবে বাঁচার শক্তি খুঁজে পান।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *