ডায়াল সিলেট ডেস্ক :: সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদসহ ১২ জনকে শোকজ করেছেন আদালত। জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকীর করা মামলায় বৃহস্পতিবার সিলেটের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক রশিদ আহমদ মিলন তাদের শোকজ করে। একইসঙ্গে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী বেদানন্দ ভট্টাচার্য। তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের মামলার আসামিদের জবাব দিতে বলা হয়েছে। গত বৃহস্পতিবার আদেশ দেওয়া হলেও বিষয়টি আদালতের বাইরের কেউ অবগত হননি।’

 

তিনি আরও বলেন, ‘মামলায় বাদী জেলা প্রশাসককে নির্দিষ্ট দায়িত্ব বহির্ভূত কোনো কার্যক্রম দ্বারা সমিতি পরিচালনা, তহবিল বা স্থাবর-অস্থাবর সম্পত্তি বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ করতে না পারেন সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন আদেশসহ অস্থায়ী নিষেধাজ্ঞা জারির আবেদন করেন। আদালত তা আমলে নিয়ে শোকজ করেন।’

 

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ‘জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তদন্ত করছি আমরা। সমিতি যে গঠনতন্ত্রের কথা বলছে আসলে ওরকম নীতিমালা উল্লেখিত কিছু নেই। আদালতের নোটিশের কপি পাওয়ার পর পরবর্তী করণীয় নির্ধারণ করব।’

 

জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী বলেন, ‘জেলা প্রশাসক আমাদের এজিএমে উপস্থিত হয়ে বলেন মিটিংয়ে মানুষ কম। এটার এডহক কমিটি গঠন করা হবে। নতুন করে অডিট করা হবে। আমরা বলেছি, এডহক কমিটি গঠনের কোনো নিয়ম নেই সমিতির সংবিধানে। অডিট করাতে পারেন, ভালো একটি প্রতিষ্ঠান দিয়ে। প্রতি বছর সমিতির অডিট হয়।’

 

 

প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনের সাহায্য সহযোগিতায় চলে আসছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এডহক কমিটি গঠন করে তিনটি চেকের মাধ্যমে প্রতিষ্ঠানের এফডিআর থেকে টাকা উঠানো হয়েছে। জেলা প্রশাসক চেকে স্বাক্ষর করেছেন। কত টাকা উঠানো হয়েছে তা জানি না। একটি সুন্দর প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে এভাবে চললে। এটি সিলেটের সেবামূলক প্রতিষ্ঠান।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *