ডায়াল সিলেট ডেস্ক :: জম্মু-কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দ্বিতীয়বারের মতো মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (সিসিএস) বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক কমিটি ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়ে থাকে। বুধবার এ বৈঠক হতে পারে। এনডিটিভি

 

বুধবার সকাল ১১টায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সিসিএসের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ, সিন্ধু নদের চুক্তি বাতিলসহ পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন মোদি।

 

নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকের পর রাজনীতি বিষয়ক কমিটির (সিসিপিএ) সঙ্গে আলোচনায় বসবেন ভারতের প্রধানমন্ত্রী। এই কমিটিতে আছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগাযোগমন্ত্রী নিতিন গড়কড়ি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এবং অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রীরা।

 

রাজনীতি বিষয়ক কমিটির বৈঠকের পর মোদি অর্থনীতি বিষয়ক কমিটির সঙ্গেও আলোচনায় যোগ দেবেন।

 

গত বৃহস্পতিবারের বৈঠকের পর পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার পর দেশের সশস্ত্র বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা ও কাশ্মীরে হামলাকারীদের বিচারের মুখোমুখি করার কথা জানায় ভারত সরকার।

 

ভারতের ব্যবস্থার বিরুদ্ধে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেয়। তারা ইতিমধ্যে ভারতীয়দের পাকিস্তান ছাড়ার নির্দেশ এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনমন করে। সেইসঙ্গে সিমলাসহ অন্যান্য দ্বিপক্ষীয় চুক্তি বাতিলের হুমকি দিয়েছে।

 

এরপর থেকে ভারত-পাকিস্তান সীমান্তে প্রায় প্রতিরাতে গোলাগুলির ঘটনা ঘটছে। যুদ্ধের আশঙ্কা থেকে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *