ডায়াল সিলেট ডেস্ক :: বনানী কবরস্থানে শায়িত হলেন সাবেক নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা। সোমবার মাগরিবের নামাজের পর গুলশান সোসাইসি জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এর আগে গুলশান লেকপাড়ে তার লাশ সবার দেখার জন্য রাখা হয়। সেখানে তাকে শ্রদ্ধা জানানো হয়।
শনিবার সকালে গুলশানে নিজবাসভবনে ইন্তেকাল করেন ড. শামসুল হুদা। তার বয়স হয়েছিল ৮৩ বছর। আমেরিকা প্রবাসী তার মেয়ে সিমিন হুদা দেশে আসার পর তাকে সমাহিত করা হলো।
ড. শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্র“য়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ বছর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনি আইন ও বিধিমালায় ব্যাপক সংস্কার করে তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। রাজনৈতিক দলের নিবন্ধনের নিয়ম ও ভোটে প্রথম ইভিএম ব্যবহার হয় তার সময়কালেই। এছাড়া ড. এ টি এম শামসুল হুদা ২০১২ সালের এপ্রিল থেকে দুই মেয়াদে (৬ বছর) টিআইবির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ও ২০১৩ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত ন্যায়পাল হিসাবে দায়িত্ব পালন করেন।
এটিএম শামসুল হুদা ১৯৪২ সালে ফরিদপুর জেলার সদর উপজেলায় জš§ নেন। স্বাধীনতাপরবর্তী সময়ে তিনি পাকিস্তান সিভিল সার্ভিস (সিএসপি) থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি বাগেরহাট মহকুমার প্রশাসক, পানিসম্পদ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেন।