ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক বলেছেন, প্রবাসীরা বিদেশে থাকলেও দেশের মানুষের কথা সবসময় চিন্তা করেন। দেশের যেকোন দূর্যোগে প্রবাসীরা সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন। দেশের অর্থনীতিকে সচল রাখতে সব কষ্ট ভুলে গিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, প্রবাসীরা আমাদের দেশের অমূল্য সম্পদ। তাই প্রবাসীদের সকল ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ জমিরুল ইসলাম সিরাজ যে মহতী উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রসংশনীয়। তিনি তাঁর মতো সকল প্রবাসীদের দেশ ও সমাজের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৫টায় সিলেটের দক্ষিণ সুরমার গোপশহর কামালগঞ্জ বাজারে সাউথ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন মিডল্যান্ড ইউ.কে এর সভাপতি ও ইউ কে বি সি সি আই মিডল্যান্ড রিজিওনাল এর সহ সভাপতি আলহাজ¦ জমিরুল ইসলাম সিরাজ এর পক্ষ থেকে টিউবওয়েল উপহার এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
রাজনীতিবিদ ও সমাজসেবী লতিফ খাঁন এর সভাপতিত্বে ও এমদাদ হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মোশাহিদ আহমদ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কে. আর. জসিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, যুক্তরাজ্য কমিউনিটি নেতা নাজমুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমেদ ইমরান, বিএনপি নেতা আজাদ আহমেদ, আবুল কালাম আজাদ, সিলেট জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রুহেল, মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান আহমদ বিপুল, বিএনপি নেতা মাহফুজুর রহমান মুন্না, সাবেক ছাত্রনেতা শাপরান আহমদ, আব্দুল খালিক, দুলন আহমদ, রফিকুল ইসলাম হৃদয়, ইমতিয়াজ আহমেদ জগলু, কামালগঞ্জ বাজারের ব্যবসায়ী মাওলানা আজমল খান, আবুল মনসুর নজমুল ফটিক আহমদ, উসমান আলী, হেলাল আহমদ, সুহেল আহমদ, আকদ্দছ আলী, মো. ফেরদুস আহমদ প্রমুখ। সবশেষে টিউবওয়েল এর উদ্বোধনকালে দোয়া পরিচালনা করেন হাজী মো. আকমল খান।
উল্লেখ্য, আলহাজ¦ জমিরুল ইসলাম সিরাজ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের গোপশহর গ্রামের বাসিন্দা মরহুম আলহাজ্ব আমির আলীর ছেলে।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *