কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফোরকান হোসাইন, ভাইস প্রেসিডেন্ট ইফতেখার আহমেদ সিদ্দিকী, জয়েন্ট সেক্রেটারি আব্দুল কারিম, প্রেস সেক্রেটারি আসাদুজ্জামান সাফি, মেম্বারশীপ সেক্রেটারি ওয়ারকান হাসান, স্পোর্টস সেক্রেটারি খন্দকার হোসাইন আহমেদ ইমন, এক্সিকিউটিভ সদস্যবৃন্দরা হলেন, মোঃ তওফিকুল আলম, হাসনাত চৌধুরী, ইফতেখার জিসান, আকমল রনি।Thank you for reading this post, don't forget to subscribe!
বিবিসিসিআই এর সাবেক সভাপতি এম আর চৌধুরী মাহতাব-কে ইয়ুথ ফোরামের উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয় সভা থেকে।
সভায় বক্তারা বলেন, টেকনোলজি যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে তরুণরা ব্যবসা ও উদ্যোক্তা জগতে আরও বেশি করে যুক্ত হচ্ছে। নতুন নতুন উদ্ভাবন ও ডিজিটাল দক্ষতা কাজে লাগিয়ে তারা নিজস্ব ব্যবসা গড়ে তুলছে, কর্মসংস্থান তৈরি করছে এবং বিশ্ববাজারে নিজেদের অবস্থান তৈরি করছে। তরুনদের নিয়ে বিবিসিসিআই এর নতুন উদ্যোগ ইতিহাসের এক মাইলফলক হয়ে থাকবে। ইয়ুথ ফোরামের নতুন এই নেতৃত্বের মাধ্যমে ব্যাপকহারে তরুণদের ব্যবসা বানিজ্যে সম্পৃক্ত, নতুন নতুন উদ্যোক্তা তৈরি এবং ব্রিটিশ বাংলাদেশি তরুণদের সোসাইটির মূলধারার ব্যবসায় সম্পৃক্ত করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।

