ডায়ালসিলেট ডেস্ক :: সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে। দেশের সর্বস্থরের মানুষকে সাথে জাতীয়তাবাদী শক্তি সব ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত।
একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে বিএনপি। তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশ ও জাতির মুক্তির সনদ। বিএনপির প্রতিটি নেতা কর্মী সেই ৩১ দফা নিয়ে জনগনের কাছে যাবো। এর তাৎপর্য সবার কাছে তুলে ধরবো।
শনিবার বিকেলে গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গোয়াসপুরে ওয়ার্ড বিএনপি আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ভাদেশ্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো. মুহিবুর রহমানের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আশিক আহমদের সঞ্চালনায় অনুষ্টিত কর্মী সভায় ফয়সল চৌধুরী সবাইকে ঐক্যবদ্ধ থেকে যেকোন অপকর্ম প্রতিরোধের আহ্বান জানান।
এর আগে শনিবার দুপুরে উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন ফয়সল আহমদ চৌধুরী। এসময় তিনি আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন মহলের নানা ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্ধসঢ়;বান জানান। তিনি দলীয় নেতৃবৃন্দসহ সচেতন নাগরিকদের খোঁজ-খবর নেন এবং সবার কাছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন।
গণসংযোগ ও কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, কফিল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক খোকন আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কামাল আহমদ
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিপন আহমদ, শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যুগ্ম সম্পাদক হাবিব, শরিফগঞ্জ কৃষক দলের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক রেশু মিয়া,বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লকুচ আহমদ, যুগ্ম সম্পাদক সাহাবুদ্দিন আহমদ, ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহফুজ মারজান, কুশিয়ারা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল বাসিত, ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক জাবের আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আলি, বেলাল আহমদ, বলাই মেম্বার, সালাউদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা খালেদ আহমদ, সজিব আহমদ, জুবেল আহমদ, আশফাক আহমদ, সিদ্দিক আহমদ, সেলিম আহমদ, মস্তকিন আহমদ, আলী আহমদসহ গোলাপগঞ্জ উপজেলা ও পৌর, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

