ডায়াল সিলেট ডেস্কঃ-

সিলেটের ক্বীন ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে যুবক ডালিম মিয়া হত্যার প্রধান আসামী শেখ মনির ওরফে কালা মনিরকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

র‌্যাব জানায়, নিহত ডালিম মিয়া বিবাদীদের পূর্ব পরিচিত ছিলেন। বিবাদীরা চোর-ছিনতাইকারী চক্রের সদস্য এবং প্রায়ই তাকে অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত করার চেষ্টা করতো। গত ৭ আগস্ট রাতে ক্বীন ব্রিজ এলাকায় অপরাধে যোগ দিতে অস্বীকৃতি জানালে এবং পুলিশকে জানানোর হুমকি দিলে বিবাদীরা তাকে অতর্কিতভাবে আক্রমণ করে। এ সময় কালা মনির তার বাম পায়ের উরুতে ছুরিকাঘাত করে এবং অন্যরা ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়দের সহায়তায় ডালিমকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন (৮ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মা সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ কতলাপুর দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী কালা মনিরকে গ্রেফতার করে র‌্যাব-৯। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *