ডায়াল সিলেট ডেস্কঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ ও সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, তাঁর পুত্র মরহুম আরাফাত রহমান কোকো এবং দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, আবুল কাশেম, এডভোকেট সাঈদ আহমদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তাক আহমদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ কৃষি বিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আক্তার হোসেন রাজু, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাহেদ আহমদ, জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন ও আশরাফুল আলম বাহার, বিএনপি নেতা এবি মজুমদার রনী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, আসাদুল হক আসাদ, জুমন আহমেদ, তারেক আহমদ, জুনেদ আহমেদ, ছাত্রদল নেতা জাবেদুর রহমান, ফয়সাল আহমদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা–কর্মী ও সমর্থক।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *