ডায়াল সিলেট ডেস্কঃ-

 বিপুল পরিমাণ অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে।সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর অভিযানে এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের যৌথ টহল টিম।

শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথবাহিনী ভোলাগঞ্জ ক্লাস্টার ভিলেজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সন্দেহ হলে অভিযান চালিয়ে পাথর ব্যবসায়ী কুতুব উদ্দিন ও জুয়েল মিয়ার বাড়ি থেকে অস্ত্র ও মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে-একটি এয়ার রাইফেল, দুটি রামদা, দুটি বড় ব্লেডের দা, দুটি বল্লম, তিনটি ছুরি, একটি ভারতীয় মদের বোতল এবং চারটি মোবাইল ফোন।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন-ভোলাগঞ্জ আদর্শ গ্রামের মৃত আলোর আলীর ছেলে কুতুব উদ্দিন ওরফে পাগলা শাহ (৫৪), ভোলাগঞ্জ উত্তরপাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে আব্দুল ওয়াহিদ (৫৫), তার ছেলে জাহিদ আহমদ (২২), একই এলাকার আব্দুল ওয়াজেদের ছেলে রুহেল আহমদ (২৬) এবং তাঁদের এক সহযোগী।

অভিযান শেষে রবিবার (১৭ আগস্ট) জব্দকৃত অস্ত্র ও মাদকসহ আটক ব্যক্তিদের কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *