১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

কর্মরত এসআই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছে মৌলভিবাজারে

কর্মরত এসআই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছে মৌলভিবাজারে

ডায়াল সিলেট ডেস্ক:-

মৌলভীবাজার পুলিশ লাইন্সে কর্মরত এসআই (সশস্ত্র) আলমগীর হোসেন ভূঁইয়া আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৪৫ মিনিটে মৌলভীবাজার জেলা হাসপাতালে ইন্তেকাল করেছেন। কর্তব্যরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মৌলভীবাজার পুলিশ লাইন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (আরআই) আব্দুল হান্নান জানান, আলমগীর হোসেন ভূঁইয়া দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। আজ শ্রীমঙ্গলে অত্যধিক গরম থাকায় দুপুরে তিনি শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত এসআই আলমগীর হোসেন ভূঁইয়ার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায়। তিনি দুই মেয়ে এবং এক ছেলে সন্তানের জনক। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন।

0Shares
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });