ডায়াল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ায় নানা অনিয়ম ও হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার (৭ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে এনফোর্সমেন্ট দল।
দুদক জানিয়েছে, হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অনুপস্থিতি, নিম্নমানের খাবার এবং ব্যবস্থাপনার নানা ত্রুটি লক্ষ্য করা গেছে। রোগীরা অভিযোগ করেছেন, ‘রাতের খাবারের তালিকায় মাছ থাকা সত্ত্বেও তা দেওয়া হয়নি’। দুদক দল এসব অনিয়ম সরেজমিনে পর্যবেক্ষণ করে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে।

