ডায়াল সিলেট ডেস্ক:-

Thank you for reading this post, don't forget to subscribe!

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার মো. আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম- সেবা) এসে পৌঁছেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে তিনি সিলেট এসে পৌঁছান।

তিনি রাতে নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

সিলেটে বদলির আগে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এর কমান্ড্যান্ট ডিআইজি ছিলেন আবদুল কুদ্দুছ চৌধুরী।

এদিকে, সদ্যবিদায়ী এসএমপি কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম- সেবা) বুধবার রাতেই সিলেট ছাড়বেন বলে জানা গেছে। তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়ে ঢাকায় বদলি হয়েছেন। তাঁকে এন্টি টেররিজম ইউনিটের দায়িত্ব প্রদান করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *