ডায়াল সিলেট ডেস্ক:-

Thank you for reading this post, don't forget to subscribe!

সিলেটের গোয়াইনঘাট জাফলং পিয়াইন নদীতে ডুবে ১ পর্যটক নিখোঁজ রয়েছেন। 

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় পিয়াইন নদীতে পড়ে স্রোতের টানে তলিয়ে যান তিনি।

নিখোঁজ পর্যটকের নাম আবু সুফিয়ান (২৬)।  তিনি গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। সুফিয়ান পেশায় একজন কস্পিউটার মেকানিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুফিয়ানসহ ৮ জন মিলে বুধবার সকালে জাফলংয়ে বেড়াতে আসে। বিকেলের দিকে সবাই সাঁতার কাটতে পিয়াইন নদীতে পানিতে নামলে স্রোতের টানে সুফিয়ান তলিয়ে যায়। তার সাথে থাকা রাসেল আহমদ জানান, তারা ৮ জন মিলে সকালে জাফলংয়ে বেড়াতে আসেন। বিকেলের দিকে তারা পানিতে নামলে বাকিরা নদীর পাড়ে উঠলেও স্রোতের টানে তলিয়ে যায় সুফিয়ান।

খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালায়। এই প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান পাননি তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও ডুবুরির সমন্বয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। সন্ধান না পাওয়ায় এখনো পর্যন্ত উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এরআগে, গত ২৫ জুলাই শুক্রবার জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছিলেন মুকিত আহমদ (১৮) নামের এক পর্যটক। পরে রোববার (২৭ জুলাই) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছিলো।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *