ডায়াল সিলেট ডেস্ক;-
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি এলাকার বগাইয়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী।
ধরে শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ খবর পেয়ে বিকাল ৩টার গিয়ে মরদেহ উদ্ধার ও স্বামীকে আটক করে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
তিনি জানান- স্বামীও আহত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আমাদের জিম্মায় রয়েছেন।
মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানান ওসি তরিকুল ইসলাম।