১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়লেখা সীমান্ত থেকে একনলা বন্দুক উদ্ধার

ডায়াল সিলেট ডেস্ক:-

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে  পরিত্যক্ত অবস্থায় ১টি একনলা বন্দুক উদ্ধার করেছেন ৫২ বিজিবির সদস্যরা। 

রোববার (২১ সেপ্টেম্বর) উপজেলার নিউ পাল্লাথল  একটি টহল দল সীমান্তের ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের চৌমুহনী নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় বন্দুকটি উদ্ধার করে।

৫২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বন্দুক উদ্ধারের এ তথ্যটি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

0Shares
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });