
ডায়ালসিলেট এখন ৭ বছরে
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের তথ্য ও সংবাদ প্রদানকারী হিসেবে ডায়ালসিলেট নিউজ পোর্টাল সিলেট অঞ্চলসহ সারা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অনলাইন মাল্টিমিডিয়া সংবাদ মাধ্যম, যা স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের সব খবর প্রচার করে। সংবাদ পরিবেশনায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডায়ালসিলেট নিউজ পোর্টাল তথ্যের নির্ভরযোগ্যতা এবং প্রাসঙ্গিকতা নিশ্চিত করে।
ডায়ালসিলেটে প্রতিষ্টাকাল শুরু হয়েছে ২০১৮ সালের ১০ ই আগষ্ট । এসময় আনুষ্টানিকভাবে dialsylhet24.com অনলাইন নিউজ পোর্টালের যাত্রা শুরু হয়। দীর্ঘ ৬ বছরে ডায়ালসিলেট সত্য ও ন্যায়ের সাথে সংবাদ পরিবেশন করে যাচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য হলো নতুনত্ব ও সত্য প্রকাশে সঠিক তথ্য সরবরাহ করা, যা সমাজে অবাধ তথ্য প্রবাহের প্রতীক এবং নতুনত্ব বিভিন্ন মাধ্যমে সমাজ ব্যবস্থার উন্নয়ন সাধন করা।
সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনগণকে তাদের অধিকার এবং সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন করার পাশাপাশি সামাজিক ন্যায়, উন্নয়ন এবং শিক্ষার ওপর গুরুত্বারোপ করা।
সঠিক, সততা ও নির্ভরযোগ্য তথ্য প্রদান করা, যাতে আমাদের পাঠকরা তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারেন। আমরা সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে খবর প্রচার করে জনসচেতনতা বৃদ্ধি করতে প্রতিজ্ঞাবদ্ধ। ভবিষ্যতের জন্য, আমরা আরও গবেষণামূলক কন্টেন্টের দিকে নজর দিচ্ছি এবং পাঠকদের চাহিদা অনুযায়ী নতুন বিভাগ তৈরি করার পরিকল্পনা করেছি। আপনারা আমাদের সাথে থেকে এই যাত্রায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ রইলো।”
২০২৫ এর শুরু থেকে নতুন আঙ্গিকে ডায়ালসিলেট নিউজ পোর্টাল আরও বিশেষায়িত এবং গবেষণামূলক কন্টেন্ট প্রকাশের পরিকল্পনা করছে। যেমন: বিশেষ প্রতিবেদন, টেবিল টকশো, রাজনীতি দেশ ও প্রবাস , সফলতার গল্প, সচেতনতায় আমরা, স্বাস্থ্যবার্তা, গান আড্ডা, সাক্ষাৎকার এবং বিষয়ভিত্তিক অনুসন্ধান। যেটি থাকবে বাংলাদেশ ও যুক্তরাজ্য ভিত্তিক এ অনুষ্টানমালা।
আমাদের দর্শকবৃন্দের মতামতের ভিত্তিতে তাদের আগ্রহ এবং চাহিদা বুঝে নতুন কিছু উপহার দেয়ার চেষ্টা করবো। আমরা সবাই একযোগে নতুন লক্ষ্য ও সাফল্যের জন্য সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ।