২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট

সিলেট নগর ও সদর এলাকায় গণভোটে ‘হ্যাঁ’ পক্ষেইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রচারণা

সিলেট নগর ও সদর এলাকায় গণভোটে ‘হ্যাঁ’ পক্ষেইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রচারণা

আসন্ন গণভোটকে সামনে রেখে সিলেট মহানগর ও সদর এলাকায় ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা চালিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট-১ আসন। মঙ্গলবার (২০ জানুয়ারি) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রচারণায় অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, পীর সাহেব চরমোনাই মনোনীত সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি। তিনি একটি প্রচার ট্রাকে দাঁড়িয়ে মাইকযোগে বক্তব্য প্রদান করেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারকালে মাওলানা মাহমুদুল হাসান বলেন, “দেশকে ফ্যাসিবাদ ও স্বৈরশাসন থেকে মুক্ত রাখতে হলে জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণ প্রয়োজন। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ তাদের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেবে।” তিনি জনগণকে শান্তিপূর্ণ ও সচেতনভাবে গণভোটে অংশগ্রহণের আহ্বান জানান।

প্রচারণাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন। তারা ব্যানার, ফেস্টুন ও মাইকিংয়ের মাধ্যমে গণভোটের তাৎপর্য তুলে ধরেন এবং পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

নেতৃবৃন্দ জানান, দেশব্যাপী গণভোটকে ঘিরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধারাবাহিকভাবে জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে সিলেট নগর ও সদর এলাকায় এ গণসংযোগ পরিচালিত হয়। আগামী দিনগুলোতে প্রচারণা আরও জোরদার করা হবে বলেও জানান তারা।