Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: ১৭৮ রান তাড়ায় ২ উইকেটে ৬৯ রান তুলে ফেলেছিল ইংল্যান্ড। এরপর ফাহিমা ৯ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে খেলা জমিয়ে দিয়েছেন। উইকেটে কয়েক জায়গায় ক্রাক আছে। ফলে উইকেট টু উইকেট বোলিং করলে স্পিনারদের এখনও খেলা সহজ নয়। ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান এখন ৯২।
এর আগে ব্যাটিং করে ১৭৮ রান করেছে বাংলাদেশ। নয়ে নেমে ২৭ বলে অপরাজিত ৪৩ রানের ক্যামিও খেললেন রাবেয়া আক্তার। এক প্রান্ত আগলে রেখে ১০৮ বলে ৬০ রানের ইনিংস খেলেন সোবহানা মোস্তারি। ৫৩ বলে ৩০ রান করেন ওপেনার শারমিন আক্তার সুপ্তা। দলের হয়ে দুই অঙ্কের রান ছুঁতে পারেন আর স্রেফ স্বর্ণা আক্তার (১০)। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সোফি এক্লেস্টোন।
