ডায়ালসিলেট ডেস্ক:সংক্ষিপ্ত সফরে সিলেটে এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান সিলেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ নেতৃবৃন্দ।

এসময় সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিলেটের ওসমানীনগরে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকে’র বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে সিলেটে এসেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *