সিলেটের ওসমানী মেডিকেল পিসিআর ল্যাব থেকে আসা মোট ১৮৮জনের নমুনা পরীক্ষা করা হলে ৩৯ জনের পজেটিভ আসে। বাকি ১৪৯ জনের আসে নেগেটিভ । এদের মধ্যে  পুরুষ ২৬ জন ও মহিলা ১৩ জন রয়েছেন। তাদের মধ্যে সুনামগঞ্জ ৪ জন,হবিগঞ্জ ২জন, ও বাকি ৩৩ জনের সকলেই সিলেটে।

এদিকে যেসব এলাকায় আক্রান্ত হয়েছেন সেগুলো হল- সুনামগঞ্জ জেলার ছাতকে ৪জন, হবিগঞ্জের বাহুবল ২জন, বিয়ানীবাজার ১জন, ওসমানীনগর ১জন, বটেশ্বর এলাকায় ৪ জন, মেজরটিলা ১জন, শিবগঞ্জ ১জন, উপশহর ১জন, ভ্যাট কর্মকর্তা ১জন, মিরাবাজার ১জন, আম্বরখানা ১জন, জল্লারপার ১জন, দক্ষিন বাগবাড়ি ১জন, স্কয়ার হসপিটালের ১জন, ব্রাম্ননগর ১জন,  কালীবাড়ি মজুমদার পাড়া ১জন (চিকিৎসক), সুবিদবাজার ১জন, ভাঙ্গাটিকর পাড়া ২জন, পাঠানটুলা এলাকার পার্কভিউ ১জন ও মোহনা এলাকার ২জন , পার্কভিউ মেডিকেলের ১জন, ওসমানী কর্মকর্তা ১জন, টাঙ্গাইল কাজীপাড়া ১জন, আখালিয়া ১জন(চিকিৎসক) , শিববাড়ি ১জন, কাজলশাহ ১জন, জালালাবাদ রাগিব রাবেয়া হাসপাতালের ১জন ও ওসমানী মেডিকেলের আরো ১জন চিকিৎসকসহ ও পুলিশ কর্মকর্তা ২জন আক্রান্ত হয়েছেন।

এনিয়ে সিলেট বিভাগজুড়ে আক্রান্তের সংখ্যা ২হাজার ৪৪৫ জন এবং মারা গেছেন ৫৪জন। এর মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৬ জন এবং মারা গেছেন ৪২ জন, সুনামগঞ্জ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫৬৭ জন, মারা গেছেন ৪ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ২৪১ জন ও মারা গেছেন ৪ জন, এবং সর্বশেষ মৌলভীবাজার জেলায় আক্রান্ত হয়েছেন ১৯১ জন এবং মারা গেছেন ৪ জন।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *