আমিরের আক্রান্তের দিনে ভ্যাকসিন নিলেন সালমান

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১

আমিরের আক্রান্তের দিনে ভ্যাকসিন নিলেন সালমান

বিনোদন ডেস্ক ::

বলিউড তারকা সালমান খান বুধবার করোনার ভ্যাকসিন নিয়েছেন। তিনি নিজেই টুইটারে বিষয়টি জানিয়েছেন। একই দিনে জানা গেছে আমিরের করোনায় আক্রান্ত হওয়ার খবর।

মুম্বাইয়ের একটি হাসপাতালে ভ্যাকসিনের প্রথম ডোজ নেন সালমান। তিনি নিজেই টুইটারে বিষয়টি জানিয়েছেন।টুইটারে সালমান লিখেছেন, ‘আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছি।

বুধবার আমির খানের মুখপাত্র জানিয়েছেন, পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছে বলিউড অভিনেতা আমির খানের। ‘লাল সিং চাড্ডা’ ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকার মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হলেন তিনি।

আমির খান বর্তমানে বান্দ্রার নিজ বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন। চিকিৎসকের পরামর্শে সব রকম বিধি-নিষেধ মানছেন। তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানা গেছে।

0Shares