ডায়ালসিলেট ডেস্ক ::
মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার (২৬ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ সিলেট শাখার নেতৃবৃন্দরা।
শ্রদ্ধাঞ্জলি নিদেনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ সিলেট শাখার ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশীদ, রেলওয়ে শ্রমিকলীগ নেতা ও সিলেট মহানগর শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক পরিতোষ ধর পাপ্পু, মোঃ আতিকুর রহমান, জহর লাল দাশ, মোঃ রিয়াজ উদ্দিন, মোক্তার আহমেদ, জহিরুল ইসলাম সেলিম, কাওছার আহমেদ, আব্দুল হান্নান, মাসুদ মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে স্টেশন রোডের সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।