স্পোর্টস ডেন্ক::বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লীগে খেলে বেড়ান ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভোরো। বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিও নেই তাদের। এজন্য জাতীয় দলে নিয়মিত নন তারা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অবসর মিললেই কেবল জাতীয় দলের জার্সি গায়ে তোলেন টি-টোয়েন্টির ফেরিওয়ালারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ‘অবসর’ মিলেছে গেইল-রাসেলদের। ছয় বছর পর শনিবার রাতে একসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নেমেছিলেন কাইরন পোলার্ড, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভো। টি-টোয়েন্টির সবচেয়ে অভিজ্ঞ তারকাদের সঙ্গে পেরে ওঠেনি দক্ষিণ আফ্রিকা। ৮ উইকেটে স্বাগতিকদের কাছে হেরেছে প্রোটিয়ারা।

সফরকারীদের দেয়া ১৬১ রানের লক্ষ্য ৫ ওভার ও ৮ উইকেট হারিয়েই টপকে যায় ক্যারিবিয়ানরা। পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

গ্রেনাডায় টসে হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬০ রান করে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৫৬ রান করেন রাসি ভ্যান ডার ডুসেন। ৩৮ বলের অপরাজিত ইনিংসে ডুসেন চারটি বাউন্ডারি ও দুইটি ছক্কা হাঁকান। সমান দুইটি করে চার ও ছক্কায় ওপেনার কুইন্টন ডি কক করেন ২৪ বলে ৩৭ রান। আরেক ওপেনার রেজা হেনড্রিকসের ১১ বলে ১৭ এবং অধিনায়ক টেম্বা বাভুমার ২০ বলে ২২ রানের সুবাদে ১৬০ রানের মাঝারি মানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। ২টি করে উইকেট শিকার ফ্যাবিয়ান অ্যালেন ও ব্রাভোর। জেসন হোল্ডার ও রাসেল একটি করে উইকেট নেন।

১৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে দলকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও এভিন লুইস। ওপেনিং জুটিতে মাত্র ৭ ওভারে ৮৫ রানের উড়ন্ত সূচনা পায় উইন্ডিজ। রানআউট হয়ে সাজঘরে ফেরার আগে ফ্লেচার করেন ১৯ বলে ৩০ রান। তবে আরেক ওপেনার লুইস প্রোটিয়া বোলারদের উপর রীতিমতো টর্নেডো চালিয়েছেন। ৭টি ছক্কা ও চার বাউন্ডারিতে মাত্র ৩৫ বলে ৭১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন এই ক্যারিবিয়ান ওপেনার। দলীয় ১২৪ রানে তাবরেজ শামসির বলে ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে লুইস আউট হলেও বিপদ বাড়তে দেননি গেইল ও রাসেল। এক বাউন্ডারি ও তিন ছক্কায় ২৪ বলে গেইলের ব্যাট থেকে আসে ৩২ রান। আরেক অপরাজিত ব্যাটসম্যান রাসেলের এক বাউন্ডারি ও তিন ছক্কায় ১২ বলে ২৩ রানের ছোট্ট ঝড়ে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় ক্যারিবীয়রা।

এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *