ডায়ালসিলেট ডেস্ক :: প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমের অফিস সহকারীরা। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর এমন ঈদ উপহার পেয়ে খুশি অফিস সহকারীরা।

বৃহস্পতিবার সকালে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম গণমাধ্যম অফিস সহকারীদের হাতে প্রধানমন্ত্রী দেওয়া ঈদ উপহার নগদ অর্থ তুলে দেন । এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।

এসময় সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের মেহনতি মানুষের কল্যাণে কাজ করছেন। দেশব্যাপী করোনায় অসহায় কর্মহীন মানুষকে ঈদ উপহার দিচ্ছেন। তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহা উদযাপনের আহবান জানান।

এসময় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ জেলা প্রেসক্লাবের গণমাধ্যমগুলোর অফিস সহকারীদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দেওয়া প্রধানমন্ত্রী ও সিলেটের জেলা প্রশাসকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিজ্ঞপ্তি

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *