ডায়ালসিলেট ডেস্ক;:সাবেক অর্থমন্ত্রী এবং সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত করোনা আক্রান্ত হয়েছেন। কিছুদিন ধরে শারীরিক অসুস্থতাবোধ করলে গত রবিবার তাঁর নমুনা পরীক্ষা করা হলে ফলাফলে পজেটিভ আসে। সাবেক এ অর্থমন্ত্রীর পাশাপাশি তাঁর ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত।
আজ মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত সহকারী কিশোর ভট্টাচার্য জনি এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, চিকিৎসকদের পরামর্শে বনানীর বাসায় আইসোলেশনে আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুহিত। তাঁর শারীরিক অবস্থা ভালো আছে।
আবুল মাল আবদুল মুহিতের ছোটভাই পল্লী শিশু ফাউন্ডেশন এবং ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্থতা কামনায় সিলেটসহ দেশ বিদেশের সকলের কাছে দোয়া কামনা করেছেন।
ডায়ালসিলেট এম/