ডায়ালসিলেট ডেস্ক:: সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো দুজন। তাঁরা হলেন উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের সিরাজ আলী (৬৮) ও একই ইউনিয়নের চিলাউড়া গ্রামের সাবরন বিবি (৮১)।
এ ছাড়াও গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরো তিন ব্যক্তি। নতুন আক্রান্তদের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের একজন, মিরপুর ইউনিয়নে একজন এবং শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দা একজন।
বৃহস্পতিবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর আক্রান্ত ওই ব্যক্তিদের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন জানান, করোনায় আরো দুইজন মারা গেছেন। তিনি আরো জানান, জগন্নাথপুরে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫৬২ জন। এর মধ্যে সুস্থ আছেন ৫১১ জন। মৃত্যু বরণ করছেন ১৭ জন । ২৮ জন আছেন হোম আইসোলেশনে এবং ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
ডায়ালসিলেট এম/