ডায়ালসিলেট ডেস্ক ::  বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থার অঙ্গ সংগঠন ‘সিলেট বিভাগের যুব সংগঠক, আত্মকর্মী ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন’ সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

সোমবার (১ নভেম্বর ২০২১ইং ) বেলা সাড়ে ১২টায় কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, ওসমানী হাসপাতালের গরীব ও অসহায় মানুষরা সঠিক চিকিৎসা পায় না। তাই এখন সিলেটবাসীর দাবি- সিলেটে সদ্য উদ্বোধনকৃত ২৫০ শয্যা সিলেট জেলা হাসপাতালকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে এর উদ্বোধন করা। যাতে সিলেটের মানুষ সঠিক চিকিৎসা পায়, চিকিৎসা গ্রহণে কোন হয়রাণির শিকার না হয়। বর্তমানে হাসপাতালের কাজ চলাকালীন সময়ের মধ্যেও হাসপাতালের সীমানায় মোদির দোকান ও একটি নার্সারী বিদ্যমান, যা তড়িৎ গতিতে অপসারণ করার জোর দাবি জানানো হয়।

 

বক্তারা বলেন, ২৫০ শয্যা সিলেট জেলা হাসপাতাল উদ্বোধনের পূর্বৈ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করার দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় বরাবরে পদযাত্রা করার সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, দক্ষ, কর্মমূখী, গতিশীল যুব সমাজের স্বপ্নদ্রষ্টা ও ব্যতিক্রমধর্মী কর্মসূচীর উদ্ভাবক সিলেট বিভাগের সামাজিক যুব কার্যক্রমের কর্ণধার সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাতীয় যুব দিবস ২০১১ এ বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত মোঃ জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থাদ্বয়ের উপদেষ্টা যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজী মোঃ রজব আলী দেওয়ান সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ, মোঃ নাজমুল হুসাইন, মোঃ রফিকুল ইসলাম শিতাব, পিযোষ মোদক, দিপক কুমার মোদক বিলু, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, মোঃ নিয়াজ কুদ্দুছ খাঁন, ডা. মোঃ টুনু মিয়া আনছার, সৈয়দ রাসেল, মোঃ রমজান আহমদ শাকিল, মোঃ আলিম উদ্দিন, মোঃ রকিব হাসান, মোঃ সাদি মিয়া, মোঃ রমজান আহমদ, মোঃ শাহী ইসলাম মারুফ, মোঃ ইমাজ উদ্দিন, মোঃ সোহেল আহমদ, আরিফুর রহমান মিছবাহ, নুর হোসেন, জিল্লুর রহমান, দ্বৈপায়ন মোদক, রাসেল আহমেদ, রুয়েল আহমদ তুষার, মোঃ মাহবুবুর রহমান হৃদয়, মাহফুজ আহমদ ও মোঃ আফজাল হোসেন।

 

সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জল্লারপার জামে মসজিদে বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন জল্লারপার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মখবুল হোসাইন। (প্রেস বিজ্ঞপ্তি )

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *