সোহেল আহমদ পাপ্পু ::

সিলেটে গঠিত সড়ক দূর্ঘটনায় একের পর এক ঘটেই যাচ্ছে। ঠিক একইভাবে আবারো প্রাণ গেল সড়ক দূর্ঘটনা ৮জন তাজা প্রাণ। এবার নিহত স্বামী ডা.ইমরান খান রুমেল আর গুরুতর আহত স্ত্রী ডা.শামীমা আক্তার অন্তরা তারা দুজন ডাক্তার  দম্পতি। এ যেন এক হৃদয় বিদারক ঘটনা। তাদের দুটি কন্যা সন্তানও রয়েছেন। বর্তমানে তারা বর্তমানে তাদের নানীর কাছে আছেন।

মূলত এই ডাক্তার দম্পতি ঢাকা যাওয়ার উদ্দেশ্য ছিল বিসিএসের পিলিমিনারি পরীক্ষা দিতে। কিন্তু এভাবে তাদের জীবনে অন্ধকার চলে আসবে সেটা তাদের কাছে ছিল অজানা।তারা কখনই ভাবেনি একে অন্যকে ছেড়ে এভাবে চলে যেতে হবে। তবে তারা ঢাকার যাবার পূর্বে তাদের কন্যাসন্তানকে তাদের নানির কাছে রেখে যান। আজ তারা পিতাহারা কে বুঝাবে এ অবুঝ দুটি সন্তানকে তাদের পরিবারে নেমে এসেছে এখন শোকের ছায়া।

নিহত স্বামী ডা.ইমরান খান রুমেল ঘটনাস্থলেই মারা যান । আর গুরুতর আহত হন তার স্ত্রী অন্তরা। তিনি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।

এব্যপারে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলোজি বিভাগের বিভাগীয় প্রধান ডা,নজরুল ইসলাম ভূইয়া ডায়ালসিলেটকে জানান, নিহত ডা. ইমরান খান রুমেল সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক।তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রাক্তন প্রধান ডা. আমজাদ হোসেনের পুত্র। তার স্ত্রী অন্তরা ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের চিকিতসক। ডা. ইমরান খান রুমেলের অকাল মৃত্যুতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য এর আগে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর সেতুর সামনে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও ঢাকাগামী এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১) মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ জনের মৃত্যুর খরব নিশ্চিত হওয়া গেছে। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। এছাড়া হাসপাতালে নেওয়ার পর আরও ৪ মারা যান। এই দুর্ঘটনায় অন্তত ১৮জন গুরুতর আহত হয়েছেন। বাকিরা প্রাথমিক চিকি’সা শেষে অনেকে বাড়ি চলে যান।

নিহতদের মধ্যে ৮ জন হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সালমান খান (২৮), ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নুরুল আমিন (৫০), সাগর (১৯), সিলেটের ওসমানী নগরের মঞ্জুর আহমদ মঞ্জু(৩৫), একই উপজেলার জাহাঙ্গীর হোসেন (৩০), ডা. ইমরান খান রুমেল ও সিলেট নগরের আখালিয়ার শাহ কামাল (৪৫) ও সুনামগঞ্জের ছাতক উপজেলার রহিমা বেগম।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *