আন্তর্জাতিক ডেস্ক ::

মরুভূমির দেশ সৌদি আরবে বুধবার থেকে  প্রথম বারের মতো অতি দ্রুত ও অত্যাধুনিক “হারমাইন হাই স্পিড ট্রেন”সার্ভিস উদ্বোধন করতে যাচ্ছে। যার ফলে এখন মক্কা থেকে মদিনা যেতে সময় লাগবে মাত্র ৯০ মিনিট। “হারামাইন হাই-স্পীড রেলওয়ে” (হারামাইন বলতে মক্কা ও মদীনা ইসলামিক পবিত্র শহর ২ টিকে বুঝায়) পশ্চিমা রেলপথ বা মক্কা-মদিনা হাই-স্পিড রেলপথ নামেও পরিচিত, এটি ৪৫৩ কিলোমিটার দীর্ঘ (২৮১ মাইল) হাই-স্পীড রেলপথ। এটি জেদ্দার কিং আবদুল্লাহিজ আন্তর্জাতিক বিমানবন্দরের (KAIA) সাথে ৪৪৯.২ কিলোমিটার (২৭৯,১ মাইল) প্রধান লাইন এবং ৩,৭৫ কিলোমিটার (২.৩৩ মাইল) শাখা সংযোগ ব্যবহার করে ইসলামের পবিত্র শহর মদিনা ও মক্কার সাথে রাজা আবদুল্লাহ অর্থনৈতিক শহরক সংযুক্ত করেছে। এই দ্রুতগতির অত্যাধুনিক ট্রেনের গতি প্রতি ঘন্টায় প্রায় ৩০০ শত কিলোমিটার।

সৌদি আরবের এই “হারামাইন হাই স্পীড রেল” সার্ভিস আজ বুধবার থেকে নির্ধারিত গন্তব্যে প্রতিদিন ২৪-৩০ টি যাত্রা নিয়ে তার সার্ভিস শুরু করবে। অবশ্য পবিত্র রমজান মাসে তা বাড়িয়ে প্রতিদিনের যাত্রা ৪০ থেকে ৫৪ তে উন্নীত করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এই “হারমাইন হাই স্পীড ট্রেন” সৌদি আরবের বন্দর নগরী জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কা, মদিনা এবং কিং আবদুল্লাহ অর্থনৈতিক শহরের স্টেশনের মধ্যে চলাচল করবে। যাত্রীদের সুরক্ষার নিশ্চয়তা দেওয়ার জন্য সব ধরনের আধুনিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্রেন অপারেটররা যাত্রীদের জন্য প্রস্থান এবং প্রবেশের দরজা নির্ধারণ করবেন।যাত্রীরা ট্রেনে উঠার আগে স্বয়ংক্রিয় তাপমান নির্ণয় যন্ত্র তাদের তাপমাত্রা গ্রহণ করবে এবং তাদের স্বাস্থ্যের বর্তমান প্রাথমিক অবস্থার পরীক্ষা করবে।যাত্রীদের সামাজিক দূরত্বের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে এবং যাত্রীদের নির্ধারিত আসন সরবরাহ করা হবে এবং প্রতি ভ্রমণে ট্রেনে যাত্রীর সংখ্যা ২০০ শতের মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ২০২০ সালের ২০ মার্চ থেকে মহামারী করোনার জন্য সৌদি আরবের তখনকার ক্ষুদ্র পরিসরের রেল পরিষেবাগুলি স্থগিত করা হয়েছিল।

এই হারামাইন ট্রেন সার্ভিসই হবে মূলত সৌদি আরবের প্রথম গণপরিবহণ ব্যবস্থা। দেশটির পরিবহন ব্যবস্থা মূলত ব্যক্তিগত যান নির্ভর৷ দেশটির বেশিরভাগ মানুষই যাতায়াত করেন নিজস্ব বাহনে৷ দেশটিতে কোনো পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি বললেই চলে৷ ছোট পরিসরে রেল নেটওয়ার্ক থাকলেও বাসের পরিবহন ব্যবস্থা খুবই প্রাথমিক পর্যায়ের ৷

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *