ডায়ালসিলেট ডেস্ক :: গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদরে ৬৭ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল।

 

২ নভেম্বর ২০২১ ইং তারিখ রাত দেড়টায় দিকে সুনামগঞ্জ সদর থানাধীন আব্দুজ জহুর সেতুর পূর্ব পাশে তিন রাস্তার মোড়ে  মাদক ব্যবসায়ী বিষ্ণু বিশ্বাসকে গ্রেফতার করা হয়।

 

এসময় তার সাথে  ৬৭ বোতল বিদেশী মদ ( Officer’s Choice – ৪৭ বোতল এবং AC BLACK PURE GRAIN DELUXE WHISKY – ২০ বোতল)  একটি মোবাইল ফোন ও নগদ -৩৯০/- টাকা জব্দ পূর্বক  গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত মাদক  ব্যবসায়ী হলো সুনামগঞ্জ জেলার দিরাই থানার সরমঙ্গলের রামনগর গ্রামের কৃষ্ণকান্ত বিশ্বাসের ছেলে বিষ্ণু বিশ্বাস (২৮)।

 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় অবৈধভাবে মাদকদ্রব্য বিদেশী মদ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অপরাধের কথা স্বীকার করে।

 

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ২৪(খ) ধারা মূলে মামলা দায়ের পূর্বক সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *