ছবি: রয়টার্সছবি: রয়টার্স

‘আপনি দয়া করে এখান থেকে বেরিয়ে যান!’ কমেডিয়ান ক্রিস রককে চড় মারার পর ডলবি থিয়েটার থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল উইল স্মিথকে। তিনি যাননি। অস্কার আয়োজক প্রতিষ্ঠান দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, উইল স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
উইল স্মিথের সেদিনের আচরণের পরিপ্রেক্ষিতে একাডেমির পক্ষ থেকে বলা হয়, ‘মিস্টার স্মিথকে অনুষ্ঠানস্থল ছাড়তে বলা হয়েছিল এবং তিনি সেটি প্রত্যাখ্যান করেছেন। তবে আমরা স্বীকার করছি, পরিস্থিতি অন্যভাবে সামলানো উচিত ছিল।’ একাডেমির পক্ষ থেকে আরও বলা হয়েছে, সংস্থাটি আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় উইল স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আচরণবিধি লঙ্ঘন বলতে অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ বা হয়রানিমূলক আচরণ। ১৮ এপ্রিল বসছে একাডেমির বোর্ড সভা। সেখানেই অভিনেতা উইল স্মিথের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে আলোচনা হবে। জানা গেছে, উইল স্মিথকে সাময়িক বহিষ্কার, সদস্যপদ বাতিল বা তাঁর বিরুদ্ধে যেকোনো প্রকার নিষেধাজ্ঞা আনা হতে পারে।
গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কার পুরস্কার বিতরণের সময় পুরস্কার দিতে আসা ক্রিস রককে চড় মারেন অভিনেতা উইল স্মিথ। স্মিথের স্ত্রী জেডা পিঙ্কেট স্মিথের ন্যাড়া মাথা নিয়ে ঠাট্টা করেছিলেন রক। অ্যালোপেসিয়া রোগে পিঙ্কেটের চুল ঝরে পড়েছিল। তাঁকে ‘জিআই জেন’ ছবির অভিনেত্রীর মতো দেখাচ্ছিল, এ রকম ইঙ্গিত করেন রক। বিষয়টি মেনে নিতে পারেননি স্মিথ। তবে চড় মারার পর দুঃখ প্রকাশ করেছেন তিনি।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *