Category: হবিগঞ্জ

  • সৌদি পালাতে গিয়ে হবিগঞ্জের আ.লীগ নেতা গ্রেফতার

     

     

     

    ডায়াল সিলেট ডেস্ক :: হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও জনতার ওপর হামলার মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

     

    বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। এ সময় তিনি সৌদি আরব পালাতে গিয়েছিলেন।

    গ্রেফতারকৃত মো. আমজাদ আলী (৭০) সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। তিনি লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবীর জানান, আমজাদ আলী ভোরে সৌদি আরব পালানোর জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। এ সময় সেখানে তাকে গ্রেফতার করা হয়।

    তিনি বলেন, আমরা পুলিশের টিম পাঠিয়েছি তাকে নিয়ে আসার জন্য।

    ওসি জানান, আমজাদ আলী গত বছরের ২ আগস্ট হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্রজনতার ওপর হামলা চালান বলে তদন্তে জানা গেছে। এ ঘটনায় আহত তাহির মিয়া একই বছরের ১৮ সেপ্টেম্বর সদর মডেল থানায় মামলা করে। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমজাদ আলী এলাকায় ব্যাপক আধিপত্য বিস্তার করেন। তিনি এলাকায় বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের মামলা, হামলাসহ বিভিন্নভাবে হয়রানি করেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তিনি আন্দোলনকারী শিক্ষার্থী ও জনতার ওপর হামলায় নেতৃত্বও দেন; কিন্তু গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার সরকার পলায়নের পর তিনিও আত্মগোপন করেন। সম্প্রতি সুযোগ বুঝে তিনি সৌদি আরব পালানোর পাঁয়তারা করেন। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশে পালানোর জন্য গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

     

  • ভোট দিতে এসে যুবলীগ নেতা গ্রেফতার

     

     

     

    ডায়াল সিলেট ডেস্ক :: হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও জনতার ওপর হামলার মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে শহরের তিনকোণা পুকুরপাড় এলাকায় জেলা শিক্ষা অফিসের সামনে থেকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি তরফ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোট দিতে আসেন।

    গ্রেফতারকৃত মো. সেলিম মিয়া সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সুলতানশী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও জনতার ওপর হামলা ছাড়াও তার বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হুমকি ধমকি, আধিপত্য বিস্তার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

    সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবীর জানান, সেলিম মিয়া গত বছরের ২ আগস্ট হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা চালান। এ ঘটনায় আহত তাহির মিয়া বাদী হয়ে একই বছরের ১৮ সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার আসামি তিনি। বুধবার জেলা শিক্ষা অফিসের সামনে ঘোরাফেরা করার সময় তাকে গ্রেফতার করা হয়।

    স্থানীয়রা জানান, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে লস্করপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া এলাকায় পলাতক সাবেক এমপি মো. আবু জাহিরের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। তিনি এমপির লোক হিসেবে এলাকায় একক আধিপত্য বিস্তার করেন। নিজের শিক্ষাগত যোগ্যতা না থাকলেও দলীয় প্রভাবের কারণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটিতে সদস্য হন।

    এছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেও তিনি আধিপত্য বিস্তার করেন। এমপির লোক হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না। ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন এমপি মো. আবু জাহির পালিয়ে গেলে সেলিমও আত্মগোপন করেন; কিন্তু সম্প্রতি তিনি কৌশলে প্রকাশ্যে আসার চেষ্টা করেন। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচনে বুধবার জেলা শিক্ষা অফিসে ভোট দিতে এসে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও জনতার তোপের মুখে পড়েন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।

     

  • লোকবল সংকটে বন্ধ হবিগঞ্জের ৮ রেল স্টেশন

    লোকবল সংকটে বন্ধ হবিগঞ্জের ৮ রেল স্টেশন

    ডায়ালসিলেট :ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথের হবিগঞ্জ অংশের অন্তত ৮টি স্টেশন বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপের অভাবে এসব স্টেশনের বেশিরভাগই এখন পরিত্যক্ত। খোয়া যাচ্ছে মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল। এলাকাবাসীর দাবি, রেলস্টেশনগুলো পুনরায় চালু হলে যাত্রীসেবার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার হবে। তবে রেলওয়ে বিভাগ বলছে, জনবল সংকটের কারণেই এমন বেহাল দশা।ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথের হবিগঞ্জ অংশের লস্করপুর, রশিদপুর, সাটিয়াজুরী, তেলিয়াপাড়া, শাহপুর, ইটাখোলা ও কাশিমনগরসহ ৮টি স্টেশনের কার্যক্রম নেই দীর্ঘদিন। শতাধিক বছরের পুরানো স্টেশনগুলো ২০০৮ থেকে ২০১১ সালের দিকে জনবল সংকটের কারণ দেখিয়ে বন্ধ রাখা হয়।একই কারণে মনতলা ও নোয়াপাড়া স্টেশনটিও বন্ধের উপক্রম। এতে পরিত্যক্ত স্টেশন ও আশপাশের সরকারি জমি দখল করে রেখেছে প্রভাবশালীরা। এমনকি খোয়া যাচ্ছে স্টেশনের মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল।

    স্থানীয়রা বলছেন, স্টেশনগুলো বন্ধ হওয়ার এ এলাকার যাতায়াত ব্যবস্থা খারাপ হয়েছে। এছাড়া রেলের জায়গা দখল করে ফেলছে প্রভাবশালীরা। আর রাত হলেই চুরি হচ্ছে যন্ত্রপাতি। দখল হওয়া জায়গা উদ্ধার করে স্টেশনগুলো আবার চালু হলে এসব এলাকায় চাঙ্গা হবে ব্যবসা-বাণিজ্য।লোকবল নিয়োগ না দেয়ার কারণেই স্টেশনগুলোর এমন দশা জানালেন রেলওয়ে কর্মকর্তা। বললেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

    হবিগঞ্জের মনতলা সিনিয়র স্টেশন মাস্টার আতাউর রহমান বলেন, ‘দুজন স্টেশন মাস্টার দিয়ে অনেকগুলো স্টেশন চালু রাখা হয়েছে। এ অবস্থায় লোকবল নিয়োগ না দিলে পরবর্তীতে কাজ করা প্রায় অসম্ভব।’

    ১৮৯৬ থেকে ১৮৯৯ সালের দিকে হবিগঞ্জে স্টেশনগুলো নির্মাণ করা হয় জানিয়েছে রেলওয়ে বিভাগ।

  • মাধবপুরে ডা কা তি র প্রস্ততিকালে আ ট ক ৩

    মাধবপুরে ডা কা তি র প্রস্ততিকালে আ ট ক ৩

    ডায়ালসিলেট :হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
    শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৩ টার দিকে মাধবপুর থানার এসআই মো: মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড়রা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি কালে তিন ব্যক্তিকে গ্রেফতার করেন।
    ধৃত ব্যাক্তিরা হল- হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের মো: এমরান মিয়ার পুত্র মো: পারভেজ মিয়া (২৩), পূর্ব বেঙ্গাডোবা গ্রামের মো: সামছুল হক এর পুত্র মো: রবিউল আওয়াল রুবেল (৩৮) ও মাদারগড় গ্রামের মো: ইউসুফ আলীর পুত্র মো: পারভেজ মিয়া (৩০)।
    মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, ডাকাতির প্রস্তুতি, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা রুজু প্রকৃয়াধীন আছে।

  • ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর

    ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর

    ডায়ালসিলেট ডেস্ক:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর থানার দুই হত্যাচেষ্টা ও খিলগাঁও থানার এক হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ শিহাবুল ইসলাম রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে এ তিন মামলায় সুমনের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী মো. বক্কর সিদ্দিক। এদিন অনুষ্ঠিত জামিন শুনানিতে আসামির জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।মিরপুর থানার এক মামলায় হত্যাচেষ্টা মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর-১০ এ কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেন যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের বাবুর্চি হৃদয় মিয়া। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের গুলিতে তার ডান পা গুলিবিদ্ধ হয়। গ্রেপ্তারের পর এ মামলায় পাঁচ দিনের রিমান্ড ভোগ করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।মিরপুর থানার অপর হত্যা মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছিলেন আদহাম বিন আমিন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা গুলিবর্ষণ করলে তার দুই হাঁটুতে গুলি লাগে। এ ঘটনায় গত ২২ অক্টোবর তার ভাই আকিবুন নূর হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।অন্যদিকে খিলগাঁও থানার হত্যা মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই বিকাল ৩টার দিকে খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় পায়ে গুলি লেগে গুলিবিদ্ধ হন মিজানুর রহমান। পরে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ৫টা ৪০ মিনিটের দিকে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের বাবা মো. কামাল হোসেন গত ২ সেপ্টেম্বর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

  • সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল ৪ জনের

     

     

     

    ডায়াল সিলেট ডেস্ক :: হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চারের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে বিস্ফোরণে ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম।

     

    নিহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের নাম মিজান গাজী ও মাহফুজ। দুজনই কারখানাটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তাদের বাড়ি চাঁদপুরে।

     

    বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত অবস্থায় চারজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়। ওসমানী মেডিকেলে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

     

  • হবিগঞ্জে সাবেক এমপি জাহিরসহ ৭৮ জনের নামে মামলা

    হবিগঞ্জে সাবেক এমপি জাহিরসহ ৭৮ জনের নামে মামলা

    ডায়ালসিলেট ডেস্ক :হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে সংঘর্ষের ঘটনায় সাবেক এমপি মো. আবু জাহিরকে প্রধান আসামি করে ৭৮ জনের নাম উল্লেখসহ মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০০ জনকে।

    বুধবার (২৫ ডিসেম্বর) শহরের নাতিরাবাদ এলাকার মৃত মরম আলীর ছেলে মেরাজ আহমেদ বাদি হয়ে মামলাটি করেন।

    মামলায় আবু জাহির ছাড়াও সাবেক পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা শঙ্খ শুভ্র রায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল মনসুর চৌধুরী, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সালেক মিয়া, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ জাবেদ আলীর নাম রয়েছে।

    মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের স্বজনদের নিয়ে শহরের শায়েস্তানগরে জেলা বিএনপি মানববন্ধনের আয়োজন করে। এসময় আসামিরা মেরাজ আহমেদকে হত্যার উদ্দেশ্যে মারধর করে হাড় ভাঙাসহ মারাত্মক জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি মামলাটি করেছেন।

    সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, আসামিদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • হবিগঞ্জে ৯ হ.ত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রে.প্তা.র

    হবিগঞ্জে ৯ হ.ত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রে.প্তা.র

    ডায়ালসিলেট ডেস্ক:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হবিগঞ্জের বানিয়াচংয়ে নয়জনকে হত্যা করা হয়। এ হত্যা মামলায় গণেশ দাস (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মার্কুলী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গণেশ দাস বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নে হিলালনগর গ্রামের গৌর সুন্দর দাসের ছেলে ও স্থানীয় আওয়ামী লীগ নেতা।

    হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, গনেশ দাস নাইন মার্ডার মামলায় ১৫২ নম্বর আসামি।

    রোববার (২২ ডিসেম্বর) তাকে হবিগঞ্জ আদালতে হাজির করা হবে।

    পুলিশ জানায়, গত ৫ আগস্ট বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা সাগরদিঘীর পশ্চিমপাড় ঈদগাহ মাঠ থেকে মিছিল বের করে।

    গ্যানিংগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে মিছিলকারী চার/পাঁচ হাজার লোক বড়বাজার শহীদ মিনারে গিয়ে জড়ো হয়। পরে বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে থানার সামনে এলে পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এসময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশের গুলিতে ঘটনাস্থলে চারজনসহ সাতজন নিহত হন।

    এসময় ভিডিও ধারণ করতে গেলে বিক্ষুব্ধরা এক সাংবাদিককে পিটিয়ে হত্যা করে। মোট মৃতের সংখ্যা হয় আট। এরপর বিক্ষুব্ধ জনতা থানার উপ-পরিদর্শক সন্তোষ চৌধুরীকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে। পরদিন গুলিবিদ্ধ আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    এ ঘটনায় নিহত নয়জনের পরিবারের পক্ষ থেকে ও এসআই সন্তোষ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ও আহত একজনের বাবার পক্ষ থেকে মোট তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আসামি প্রায় ১০ হাজার।

  • কারাগার থেকে ব্যারিস্টার সুমনের চিঠি, বললেন—দেখা হবে শিগগিরই

    কারাগার থেকে ব্যারিস্টার সুমনের চিঠি, বললেন—দেখা হবে শিগগিরই

    ডায়ালসিলেট ডেস্ক:বৈষম্যবিরোধী আন্দোলনের পর বিভিন্ন মামলায় কারাগারে থাকা হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও স্যোশাল মিডিয়া সেলিব্রিটি ব্যারিস্টার সৈয়দ ছায়েদুল হক সুমন কাশিমপুর কারাগার থেকে দুটি চিঠি লিখেছেন। একটি তার মাকে উদ্দেশ করে। অন্যটি বোন, এক ভাই ও বোন জামাইদের উদ্দেশ করে লেখা।

    মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় তার লন্ডনপ্রবাসী ভাই সৈয়দ সোহাগ হক তার ফেসবুক আইডিতে সেগুলো শেয়ার করেছেন।

    মায়ের কাছে প্রেরিত চিঠিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন ‘দোয়া রইল। আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগত, এখন ঠিক হয়ে গেছি।

    নিয়মিত নামাজ, কোরআন শরিফ পড়ি। বাংলা তরজমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে। আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিছি। অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময়ই আপনাকে কষ্ট দিছি। এই ৪৫ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়, এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি। আপনার জন্য দোয়া রইল। যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা, সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন। আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই।

    ভালো থাকবেন। সুমন, ১২/১২/২০২৪ ইং’

    বোন, ভাই ও বোনের স্বামীদের কাছে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘আমার জন্য কোনো চিন্তা করো না। রাজবন্দি হিসেবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতির হিসেবে নই। আমার কারণে তোমাদের কোনো অসম্মান হউক এটা কখনো চাইনি, আশা করি আল্লাহর রহমতে হবেও না।’

    চিঠিতে তিনি আরো উল্লেখ করেন, ‘অনেকে বলে আপনার কি সম্পদ আছে? দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন? আমি উত্তর দিই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে, একটা ভাই আছে। এটাই আমার বড় সম্পদ। শুধু জেলে কেন, আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই। বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই। সুমন, কাশিমপুর কারাগার থেকে ১৭/১২/২০২৪ ইং’

    ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ভাই লন্ডনপ্রবাসী সৈয়দ সোহাগ বলেন, ‘তার মা ও বোনেরা দেশে ও প্রবাসে আছেন। কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া ও হোয়াটস অ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন। আমরা সকলেই আজ আবেগে আপ্লুত। তবে ব্যারিস্টার সুমন তার জীবনের সকল অর্জন মানুষের কল্যাণে ব্যয় করেছে। কোনো অনিয়ম ও দুর্নীতি করেনি। আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে শিগগিরই জনতার মাঝে ফিরে আসবে।’

  • হবিগঞ্জে একাধিক মা ম লা র আসামী রজব গ্রে ফ তা র

    হবিগঞ্জে একাধিক মা ম লা র আসামী রজব গ্রে ফ তা র

    ডায়ালসিলেট ডেস্ক:হবিগঞ্জের মাধবপুরে হত্যা ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলার পলাতক আসামী রজব আলী ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার চৌমুহনী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
    গ্রেফতারকৃত রজব আলী উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত মন্নর আলীর ছেলে। মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি বলেন- গ্রেফতারকৃত রজব আলী এলাকার একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, চুরিসহ অন্তত ডজনখানেক মামলা রয়েছে। এতদিন সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে আত্মগোপনে ছিল। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।