ডায়াল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই ব্রিজের নিচ থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের সময় চারটি বালুবাহী ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ অক্টোবর) রাতে কোম্পানীগঞ্জ থানার পুলিশের চেকপোস্টে ট্রাকগুলো আটক করা হয়।
পুলিশ জানায়, ট্রাকগুলোতে থাকা বালুর কোনো বৈধ কাগজপত্র ছিল না এবং চালকরা কোথা থেকে বালি উত্তোলন বা ক্রয় করেছেন, সে সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেননি।
ঘটনাস্থলে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাকগুলো জব্দের নির্দেশ দেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, “আটক ট্রাকগুলোর কাছে বালু ক্রয়ের কোনো চালানপত্র পাওয়া যায়নি। এজন্য মোবাইল কোর্টের মাধ্যমে ট্রাকগুলো জব্দ করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ধলাই নদী ও আশপাশের বিভিন্ন পয়েন্ট থেকে দীর্ঘদিন ধরে বালু-পাথর লুটের অভিযোগ রয়েছে। প্রশাসনের এই অভিযানকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে।

