ডায়াল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট নগরীতে ধারাবাহিক অভিযানে ৩২ ঘণ্টায় ৬৭ জনকে আটক ও গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
তিনি জানান, গত ৩২ ঘণ্টায় নগরের বিভিন্ন এলাকায় চালানো অভিযানে মাদক কারবারি, ছিনতাইকারী, চোরাকারবারী, নিয়মিত মামলার আসামি, অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তি এবং জুয়াড়িসহ মোট ৬৭ জনকে আটক ও গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে পুলিশ ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ভারতীয় চকলেট, সাবান, এবং নাছির বিড়ি জব্দ করে। এছাড়াও অবৈধ মালামাল বহনের সময় একটি গাড়ি আটক করা হয়েছে বলে জানান তিনি।
এসএমপি সূত্রে জানা গেছে, নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই অভিযান অব্যাহত রয়েছে।

