Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
তফসিল অনুসারে, ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা শুরু হয়েছে। সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদে বিজয়ী হওয়া প্রার্থীদের নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে।
এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।
বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর নির্বাচন বয়কটের পরও স্বতঃস্ফূর্ত পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে ৪৩ এবং সি ক্যাটাগরি থেকে ৪৪ জন ভোট দিয়েছেন।
