ডায়াল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটে বৈষম্যবিরোধী মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম আফতাব উদ্দিন ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতের দিকে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার মেজরটিলা এলাকার নিজ বাসভবন থেকে আফতাব উদ্দিন ওরফে আফতাব মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।
সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান এ তথ্যটি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় আফতাবকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের এই পদক্ষেপের মাধ্যমে মামলার তদন্ত দ্রুত এগিয়ে নেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।

