ডায়াল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেট মহানগর ছাত্রদলের ছাত্রবিষয়ক সম্পাদক ফাহিম আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদাবাজি ও হুমকি-ধমকির মামলায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শামীমাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার ফাহিম আহমদ শামীমাবাদ আবাসিক এলাকার বাসিন্দা এস এম হানিফের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, ২০২৩ সালে দায়ের হওয়া এক মামলায় ফাহিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদাবাজির পাশাপাশি শামীমাবাদ এলাকায় এক প্রবাসীর বাসা দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

